শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

সেতুটি ভেঙ্গে দূর্ভোগ

Print Friendly, PDF & Email

তানিয়া তাহা, সিদ্ধিরগঞ্জ:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাশসাফ শপিং সেন্টারের সামনে ডিএনডি খালের উপর কাঠের সেতুটি বৃহস্প্রতিবার ভেঙ্গে নিচে পড়ে যায়। সেতুতে থাকা কয়েকজন পথচারী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সেতুটি ভেঙ্গে পড়ায় আশপাশে কয়েক হাজার মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসীরা।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক নাম্বার ওয়ার্ডের হীরাঝিল ডিএনডি খালের উপর সেতুটি ইতিপূর্বে একবার ভেঙ্গে পড়েছিল। এসময় ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কাঠ দিয়ে সংস্করণ করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছিলেন। সেতুটি যখন ভেঙ্গে পড়ে তখন চার পাচজন পথচারী পারাপার হচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ মাঝখান থেকে পড়ে গিয়ে আহত হন তারা। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় চলে যান তারা।

স্থানীয় ফল ব্যবসায়ী আবু জাফর জানান, সেতুটি ইতিপূর্বে একবার ভেঙ্গে পড়ে কয়েকজন পথচারী আহত হয়েছিলেন। এরপর গত কয়েকমাস যাবৎ ঝুকিপূর্ন অবস্থায় প্রতিদিন হাজার হাজার মানুষ ওই সেতু দিয়ে জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে দেখা যায়। স্থানীয় কতৃপক্ষ এ বিষয়ে কোন ভুমিকা নাই বললেই চলে।

মাঝ ব্যবসায়ী আক্কাস আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরও মাসের পর মাস সংস্কার ছাড়া কিভাবে লোকজন চলাচল করে এ বিষয়ে কারো মাথা ব্যথা নেই বললেই চলে। দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, সেতুটি দ্রুত সংস্কার করার জন্য সিটি কর্পোরেশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে জরুরী সভা করেছেন তারা। আশা করি দ্রুত সেতুটি সংস্কার করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, সেতু ভেঙ্গে পড়ার কথা শুনেছি। এ ঘটনায় হতাহতের কোন ঘনটা ঘটেনি।

Related posts

সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন

Bablu Hasan

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

cnb editor

দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালির জীবনে এলো নতুন প্রভাত ১৬ ডিসেম্বরঃ শাহজাহান সাজু

Bablu Hasan