সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ,সাধারণ মানুষের প্রতিবাদ

Print Friendly, PDF & Email

শাহেদ হোসেন অপু,সিএনবি নিউজ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন একটি স্বার্থনীশি মহল। রাজনৈতিক ও সামাজিক মাঠে তাকে ঘায়েল করলে একদল চক্রান্তকারী সিটি কর্পোরেশনের তিন তিনবারের সফল জনপ্রতিনিধিকে নিয়ে চক্রান্ত শুরু করেছে এমন গুঞ্জন চলে পুরো নয় নাম্বার ওয়ার্ডজুড়ে। এতে করে ষড়যন্ত্রকারীদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে ওই এলাকার জনগণ। অন্যদিকে জনগণের আস্থা আর ভালবাসার স্পন্দন, এলাকাবাসীর দেওয়া বিপুল ভোটে নির্বাচিত মনোনীত কাউন্সিলর ইস্রাফিল প্রধান ওয়ার্ডবাসীকে ধয্য ধরার কথা জানিয়েছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা থাকলে ষড়যন্ত্র ও চক্রান্ত করে স্বার্থনীশি মহল কখনোই আমার কিছু করতে পারবে না।

৯ নং ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানাগেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বড় দুই রাজণৈতিক দল রাজনীতির মাঠে বিভিন্ন কর্মসূচী দিয়ে আন্দোলন সংগ্রাম বেগমান করছে। এই সুযোগে একটি চক্র জনগণের তিনবারের কাউন্সিলর, জালকুড়ির বাসিন্দাদের আস্থা আর ভালবাসার শেষ ঠিকানা, অসহায় মানুষের কন্ঠস্বর ইস্রাফিল প্রধানের পোষ্টার ও নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় সাটিয়ে রাজণৈতিক ফায়দা হাসিল করতে চাইছেন। যা কাউন্সিলর ইস্রাফিল প্রধান অবগত নন।

নীরব হোসেন নামে জালকুড়ি এলাকার এক বাসিন্দা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে যে ক’জন কাউন্সিলর রয়েছে তার মধ্যে ইস্রাফিল প্রধান অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবন মানুষ। সবাই তাকে নম্র, ভদ্র ও বিচক্ষণ জনপ্রতিনিধি হিসেবে চিনেজানে। জনগণের ভোটে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ই¯্রাফিল প্রধানের বিরুদ্ধে যে বা যারা তার সামাজিক,রাজণৈতিক, পারিবারিক সুনাম ক্ষুন্নে ফায়দা হাসিল করতে চাইছে তা কোনভাবেই তাদের কাজে আসেনি। কারণ এলাকার মানুষ জানে এবং বুঝে তিনি কেমন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউই পার পাবে না।

আকলিমা আক্তার নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, আমাদের কাউন্সিলর অত্যান্ত ভালো মনের মানুষ। তিনি রাজনীতির চেয়ে সাধারণ মানুষের উন্নয়ণে কাজ করতে বেশি পছন্দ করেন। সম্প্রতি তাকে নিয়ে একটি চক্র তাদের স্বার্থ হাসিল করতে এলাকায় প্রবাগান্ডা ছড়াচ্ছে ও রাজনীতির মাঠে তাকে প্রতিহত করতে উঠেপড়ে লেগেছে। কোন লাভ হবে না। আমরা এলাকার বাসিন্দারা রয়েছি আমাদের শ্রদ্ধাভাজন কাউন্সিলর ই¯্রাফিল প্রধানের সাথে। আশা করি কেউ তার কোন ক্ষতি সাধণ করতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয় নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান এই প্রতিবেদককে জানান, আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। ডাক্তারের পরামর্শক্রমে বাসায় রেষ্ট করছি। আমাকে নিয়ে কে বা কারা রাজণৈতিক সুবিধা নিতে আমার পোষ্টার সাটিয়ে আমি কার লোক কি করছি বেশ কিছু বাজে মন্তব্য লিখে আমাকে নিয়ে নানামূখী মিথ্যে প্রচারণা চালাচ্ছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের নারায়ণগঞ্জের সিংহ পুরুষ গণমানুষের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ একেএম শামীম ওসমানের নির্দেশ এলাকার যুবক, ময়মুরব্বিদের নিয়ে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়ণে কাজ করছি। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত মানুষের সেবা করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কাউন্সিলর ই¯্রাফিল প্রধান।

Related posts

ভাঙ্গারী ব্যবসার অন্তরালে চোরাই মালের ব্যবসা করছেন জালকুড়ির সাইদুর রহমান

Bablu Hasan

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ণ পাচ্ছেন নতুন মুখ

Bablu Hasan

রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

Bablu Hasan