জহিরুল ইসলাম মৃধা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বারদী ইউনিয়নের বারদী নেছারিয়া ইসলামিয়া সিনিয়ার আলীম মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহকারী এবং নৈশ্য প্রহরী পদে নিয়োগ পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের সহকারী পরিচালক (অর্থ) লুৎফর রহমানের উপস্থিতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) অত্র মাদ্রাসার শ্রেণি কক্ষে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, নিয়োগ পরিক্ষায় ১০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাহজাহান সরকার সহ উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সদস্য,প্রিন্সিপাল ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরীক্ষার শেষে নিয়োগ পরীক্ষার মাদ্রাসা বোর্ডের সহকারী পরিচালক (অর্থ) যাচাই বাছাই করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এসময় মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাহজাহান সরকার বলেন,বারদী ইউনিয়নের বারদী নেছারিয়া ইসলামিয়া সিনিয়ার আলীম মাদ্রাসা ১৯৬৩ সালে স্থাপিত হয় এবং অতি সুনামের সাথেই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি।


