শুক্রবার ,   ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ,   ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ,  ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
Cnbnews

বাংলাদেশকে পরিবার মনে করি: ভারতের প্রতিমন্ত্রী

Print Friendly, PDF & Email

ভারতের কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, আমরা কখনো বাংলাদেশকে আত্মার সম্পর্কে আলাদা মনে করি না, যদিও সীমান্তে একটি রেখা বা কাঁটাতারের বেড়া রয়েছে।

শুক্রবার বিকালে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চার দিনের সফরে বাংলাদেশ আসেন তিনি। চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমা এসব কথা বলেন।

ভারতের এই প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নাটক, সিনেমা, কথাবার্তা, চালচলন ও আত্মীয়স্বজন থেকে শুরু করে খাওয়া-দাওয়া সব কিছুতে আমাদের দারুণ মিল রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যারা ত্রিপুরাবাসী রয়েছি- আমাদের বাঙালি বলে ডাকে, আমরা তাতে রাগ করি না। বরং আমরা তাতে গর্ববোধ করি যে, আমাদের নেটিভ জায়গাটি সম্পর্কে পরিচয় করে দেয়।

প্রতিমা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন।

এ সময় ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া, আখাউড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মহিউদ্দিন মিশু, স্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Related posts

অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের বিনামূল্যে রক্তের নির্নয় কর্মসূচি পালিত

admin

‘বিদেশি শক্তি সরকার পরিবর্তন করতে পারবে না’

Bablu Hasan

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীর নির্দেশে ডেমরা থানা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

CNB Sub-Editor