শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গাড়ি চোর চক্রের মূলহোতা দুলাল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত পিকআপ জব্দ

Print Friendly, PDF & Email

নিজেস্ব প্রতিবেদকঃসম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যায় রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। র‌্যাব এসব গাড়ি ছিনতাইকারী ও চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ১২ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১২/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ১৩.২০ ঘটিকায় অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ দুলাল হোসেন (৩০), পিতা- মৃত সিরাজ হোসেন, সাং-গজারিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, এ/পি-জুরাইন, বাসা নং-৪২০, থানা-শ্যামপুর মডেল, ঢাকা বলে জানা যায়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ডেমরা থানাধীন ডগাইর রাস্তার মাথা এলাকা হতে দুলাল কতৃক চুরিকৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূলহোতা। সে বেশ কিছুদিন যাবৎ রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ০৪টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related posts

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে সিইও হিসেবে যোগদান করবেন মো: আবদুস সাত্তার

cnb editor

আয়না ঘরে যাদের বন্ধী রেখেছিল তাদের  অনেকেই এখনো  নিখোঁজ সেচ্ছাসেবক দলের সভাপতি

cnb editor

আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়: ড. ইউনূস

Bablu Hasan