শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

Print Friendly, PDF & Email

রোববার (৯ জুলাই) রাতে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। আজ ঈদের ১১তম দিন, অফিস ডে, তা-ও বেশির ভাগ সিঙ্গেল স্ক্রিনের ইভেনিং শো হাউজফুল। গতকাল (৮ জুলাই) স্টার সিনেপ্লেক্সে ২৩টি শো প্রচার হয়, যার প্রায় সব শো হাউজফুল ছিল।’
তিনি আরও লিখেছেন, “ভোলার চরফ্যাশন থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছে দর্শক। কারণ, ‘প্রিয়তমা’ সাধারণ দর্শকের সিনেমা। তারাই ‘প্রিয়তমা’ দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে, আরও করুক। কেউ কারো ব্যবসা নিতে পারে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। পাচ্ছে।’

Related posts

বরিশালে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

CNB Sub-Editor

সৌদি পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ হজযাত্রী, আটজনের মৃত্যু

CNB Sub-Editor

বৃক্ষ রোপনের শর্তে মিলবে রাজউকের নকশা অনুমোদন

CNB Sub-Editor