সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

Print Friendly, PDF & Email

রোববার (৯ জুলাই) রাতে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। আজ ঈদের ১১তম দিন, অফিস ডে, তা-ও বেশির ভাগ সিঙ্গেল স্ক্রিনের ইভেনিং শো হাউজফুল। গতকাল (৮ জুলাই) স্টার সিনেপ্লেক্সে ২৩টি শো প্রচার হয়, যার প্রায় সব শো হাউজফুল ছিল।’
তিনি আরও লিখেছেন, “ভোলার চরফ্যাশন থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছে দর্শক। কারণ, ‘প্রিয়তমা’ সাধারণ দর্শকের সিনেমা। তারাই ‘প্রিয়তমা’ দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে, আরও করুক। কেউ কারো ব্যবসা নিতে পারে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। পাচ্ছে।’

Related posts

গ্যাসের সংকটে অতিষ্ঠ পাড়া মহল্লার বাসিন্দারা

Bablu Hasan

আওয়ামীলীগের ত্যাগী নেতা মতিউর রহমান মতি

Bablu Hasan

সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় হত্যার উদ্দেশ্যে মারধর, থানায় অভিযোগ

Bablu Hasan