শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

Print Friendly, PDF & Email

 এস.কে মাসুদ রানাঃ-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। এর আগে সোমবার (১০ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মো. মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।

এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, আজ সকালের দিকে তারা মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই আমাদের হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনার পর পরই ঘাতক অজ্ঞাত গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি

Related posts

অনৈতিক কাজে তদবির না করায় ডেমরা সাব রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে মানববন্ধনের হুমকি প্রদান

CNB Sub-Editor

সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ সেগুন কাঠসহ ট্রাক আটক

Bablu Hasan

জাহাঙ্গির হোসেন মোল্লাকে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়াসংস্থার প্রধান হিসেবে দেখতে চান জেলার ক্রীড়াপ্রেমীরা

Bablu Hasan