নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী ও মেধাবী স্কুল ছাত্রী সারমিন আক্তার মানবেতর জীবন যাপন করছে। অর্থের অভাবে তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পরেছে।
জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ানে লক্ষীবরদী গ্রামের অসহায় ও দরিদ্র মো. খোকন মিয়ার স্ত্রী ও সন্তানদের নিয়ে পাঁচ সদস্যের পরিবার। সন্তানের মধ্যে সারমিন মেজ। জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধী সারমিন নোয়াগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র পিতার উপার্জনের টাকায় তাঁদের দু’বেলা খাবার খরচই চলে না। অভাব অনটনে অর্ধাহারে-অনাহারে দিন কাটে তাদের। তাই অর্থাভাবে প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থী সারমিনের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
নোয়াগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আলহাজ্ব মো. আলী হোসেন বলেন, শারীরিক প্রতিবন্ধী হয়েও সারমিন যেভাবে কষ্ট করে লেখাপড়া করছে তাকে নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত। তার জন্য সরকারী এবং বেসরকারি আর্থিক সহায়তা পাওয়া গেলে লেখাপড়া চালিয়ে নেয়া সহজ হতো।
প্রতিবন্ধী সারমিন আক্তার বলেন, কথা বলতে গেলেই মুখে প্রচণ্ড ব্যথা হয়। মুখে পচন ধরে কালো দাগও হয়েছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিজের কষ্টের কথা মুখে প্রকাশ করতে পারেন না তিনি।
তিনি বলেন, লেখাপড়া করে ভাল একটি চাকরি পেতে চাই।
সারমিনের মা রেখা বেগম বলেন, শারীরিক প্রতিবন্ধী সারমিনের জন্মের পর থেকে বিভিন্ন চিকিৎসা দিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। ঠান্ডার সময় সে কানে কম শোনে, চোখেও কম দেখে। টাকার অভাবে আমরা তার উন্নত চিকিৎসা করাতে পারছি না।
তিনি বলেন, প্রতিবন্ধী হওয়ায় তার সঙ্গে কেউ মিশতে চায় না। বাড়ির বাইরে গেলে অন্যরা তাকে দেখে বিরূপ মন্তব্য করে। কিন্তু প্রতিবন্ধী হলেও তাদের বোঝা হিসেবে না নিয়ে অন্যান্য স্বাভাবিক সন্তানের মতোই মায়ের মমতা দিয়ে তাদেরকে লালন পালন করছেন তিনি। সমাজের কিছু মানুষের নানা রকম উক্তি সহ্য করেই শত দুঃখ কষ্টের মাঝে দিন পার করছেন তিনি। এতো কষ্টের মাঝেও তাকে যে পড়াশোনা করতে পারছে তিনি খুব খুশি।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি ভাবে কোন সহায়তা পেলে আমরা এই পরিবারটিকে দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা এই অসহায় পরিবারটির পাশে আছি এবং থাকব। তাদের জন্য যা করার দরকার, তা করা হবে।
সোনারগাঁ উপজেলা সমাজসেবা জ্যেষ্ঠ কর্মকর্তা সাকিবা সুলতানা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে এসেছে। উপজেলা সমাজসেবা কার্যালয় সোনারগাঁ থেকে সারমিন আক্তার নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। প্রয়োজনে তাকে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। আমরা আশাবাদী সরকারি ভাবে এই পরিবারটির দীর্ঘ দিনের অভাব অনটন দূর করা ও আর্থিক সহযোগিতা করা যাবে।


