শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

রক্ত দিবো তবুও অবৈধ মদের বার হতে দিব না,ডেমরার মানববন্ধনে বক্তারা

Print Friendly, PDF & Email

সালে আহমেদ ডেমরা প্রতিনিধিঃ

রাজধানীর ডেমরায় বাশেরপুল এলাকার মল্লিকা ফেরদৌস টাওয়ারের তৃতীয় তলায় গড়ে উঠা মদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন এলাকাবাসী ও নাগরিক সমাজ।

শুক্রবার (৯ ই জুন) বাদ মাগরিব বাশেরপুলের মল্লিকা ফেরদৌস টাওয়ারের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপলের নেতৃত্বে ও ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন,৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  পদপ্রার্থী মোঃ সোহাগ মিয়া,ডেমরার মান্নান উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল ইসলাম,ডেমরা থানা তাতী লীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব।

এছাড়া উপস্থিত ছিলেন,বাইতুল আমিন মসজিদ, বাইতুল হাকিম মসজিদ,বাইতুল নুর মসজিদ ,সাত্তার মসজিদ, মালদ্বীপ মসজিদ ও মিনার মসজিদের ইমামগন।

মানববন্ধনে সচেতন এলাকাবাসী জানান,ডেমরার বাশেরপুল এলাকায় মদের বার বন্ধের দাবীতে আমরা অনঢ় আছি,শান্তিপূর্ণ এই এলাকায় অশান্তি ও বেহায়াপনার মদের বার করতে দেয়া যাবে না।মদের বার তৈরি হলে এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাবে।স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ ও নেশায় মগ্ন হয়ে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে দিবে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে তা বন্ধ না করা হয় তবে আমরা কঠোর কর্মসূচী ঘোষণা করবে বলে জানান বক্তারা।

Related posts

আওয়ামীলীগের ত্যাগী নেতা মতিউর রহমান মতি

Bablu Hasan

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে নেত্রকোনা সরকারি কলেজের প্রিন্সিপালের মরণোত্তর দেহদান

Bablu Hasan

আওয়ামী লীগ তিন নেতা তিন দেশে

Bablu Hasan