শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

নারায়ণগঞ্জের ডেইরী আইকন নজরুল ইসলাম

Print Friendly, PDF & Email

দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে দুগ্ধ খাতে সফল দেশের ৪১ জন খামারি ও উদ্যোক্তাকে দ্বিতীয়বারের মতো ডেইরি আইকন পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। এদের মধ্যে দুধ ও মাংস ক্যাটাগরীতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনারগাঁ ডেইরী ফুড এগ্রো কমপ্লেক্স এর সত্তাধিকারী নজরুল ইসলাম নারায়ণগঞ্জের ডেইরী আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে ডেইরি আইকন হিসেবে নজরুল ইসলামকে পুরুস্কার তুলে দেন আগত অতিথিরা।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা: এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ফ.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, স্থায়ী কমিটির সদস্য শহীদুল ইসলাম বকুল এমপি, ছোট মনির এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল এবং সহকারী এফএও প্রতিনিধি নূর আহমেদ খন্দকার।

এ বিষয়ে সোনারগাঁ ডেইরী ফুড এগ্রো কমপ্লেক্স এর সত্তাধিকারী নজরুল ইসলাম জানান, আমাদের খামারে উৎপাদিত দেশীয় গরুর দুধ দিয়ে তৈরী মিষ্টি,দইসহ বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী তৈরী করে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের চাহিদা পুরণ করছে। পাশাপাশি আমাদের চিটাগাংরোড ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সোনারগাঁ মিষ্টান্ন ভান্ডার নামে দুটো আউটলেট রয়েছে যেখানে খাটি দুধের শতভাগ নিশ্চয়তা দিয়ে আমরা মিষ্টান্ন বিপনন করে থাকি। নজরুল ইসলাম বলেন, আমাকে ডেইরী আইকন হিসেবে নির্বাচিত করার আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি প্রাণিসম্পদক কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আগামী আরো ভালো কিছু করতে পারবো।

 

Related posts

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ,সাধারণ মানুষের প্রতিবাদ

Bablu Hasan

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় নারী শ্রমিকের মৃত্যু

Bablu Hasan

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ণ পাচ্ছেন নতুন মুখ

Bablu Hasan