শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

নির্বাচনী প্রচারনায় এমপি বাবু

Print Friendly, PDF & Email

নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণাকরেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
সোমবার বিকেলে নির্বাচনী প্রচরাণা চলাকালে সংসদ সদস্য একটি ব্যাটারী চালিত অটোরিক্সায় করে মিছিলে অংশ গ্রহন করে শ্লোগান দেন।

নির্বাচন কার্য্যালয়সূত্রে জানাযায়, কোন মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণা, কোন প্রকল্পের উদ্ধোধন, ভিত্তি প্রস্থর স্থাপন, নাম ফলক উন্মোচন করতে পারবেন না নির্বাচনী এলাকার সংসদ সদস্য। কিন্তু ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু ইতিমধ্যে একাধিকবার আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী সুন্দর আলীর পক্ষে নির্বচনী প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেছেন।

এসময় ওই সভায় উপস্থিত এককর্মী জানান, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সুন্দর আলীর পক্ষে ৬নং ওয়ার্ড মুকুন্দি এলাকায় থেকে শুরু করে মিছিলটি ১নং ওয়ার্ডের কামরাঙ্গীচর গিয়ে শেষ করেন। এসময় তিনি নিজেই শ্লোগান দিয়ে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র হাবিবুর রহমান জানান, আমাদের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ভাই অত্যান্ত ভালো মনের মানুষ। আমরা তার কাছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আশা করি।

জনগন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই হবে আগামী দিনের আড়াইহাজার পৌরসভার মেয়র। তিনি প্রশাসনসহ নির্বাচনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানান, আগামী ১২ জুন যেন জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা নির্বাচনী রিটানিং কর্মকর্তা রবিউল আলম  জানান, বিষয় আমার জনা নেই। তবে খবর নিয়ে এর সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মোঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

 

 

Related posts

রূপগঞ্জে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে ছিঁচকে চোর থেকে কোটিপতি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাজু প্রধান !!!

Bablu Hasan

আন্ত:জিলার অর্থ আত্মসাতের অভিযোগ সিরাজের বিরুদ্ধে

Bablu Hasan

আড়াইহাজার সুন্দর আলী ও গোপালদিতে নৌকার মাঝি হালিম সিকদার

Bablu Hasan