শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ডেমরায় জোরপূর্বক দখলে থাকা বসতি জমি ফিরে পেতে চায় ব্যবসায়ীর পরিবার ।

Print Friendly, PDF & Email

 

রাজধানীর ডেমরা থানার ডগাইর নতুন পাড়া ইসলামবাগ এলাকায় মাদক অধিদপ্তরে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ী মিজানুর রহমান তোতা এর বসতবাড়ি অবৈধ দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে ।
অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১২ এপ্রিল ২০২৩, মামলা দায়ের করেন ভুক্তভোগী মিজানুর রহমান তোতা ।

আদালতে ওই পিটিশন মামলা নং -৮৭/২৩ এছাড়া বাদী ১৯ এপ্রিল -২০২৩ ডেমরা থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও করেছেন । ডায়রি নম্বর -৮৯৫, জানা গেছে, ওই কর্মকর্তার নাম এ কে এম দিদারুল আলম । তিনি বর্তমান ভোলা জেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন । সূত্রের জানা গেছে, দিদারুল আলম চট্টগ্রামে সন্দীপ থানার ইছাপুর গ্রামের রুহুল আমিনের পুত্র ।

আদালতের নির্দেশ অমান্য করে ওই ভুক্তভোগীর বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মারধরসহ অবৈধ দখলের ঘটনা ঘটান দিদারুল আলম এ সময় ভাড়াটিয়া সন্ত্রাসীরা ব্যবসায়ীর বাড়ীর সীমানা প্রাচীর, মেইন গেট, টিনের চাল ও ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ লুটপাট চালায় । এ ঘটনায় মিজানুর রহমান তোতা এর ৪ বছরের ছেলে আয়াত মাথায় ইটের আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়। উত্তর ডগাইর নতুনপাড়ার ইসলামবাগ এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ীতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বাদিকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী তোতা।

ভুক্তভোগী তোতা জানান, প্রথমে পুলিশ সুপার পরিচয়ে ইসলামবাগ এলাকায় আমার ক্রয়কৃত সাড়ে ৪ শতাংশ বসতবাড়ীতে সংস্কার কাজ জোরপূর্বক ভাবে দিদারুল আলম বন্ধ করে দেয় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে। এ ঘটনায় আমি আদালতে গত ১২ এপ্রিল ১৪৫ ধারায় দরখাস্ত দাখিল করলে আদালত ডেমরা থানার ওসিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। তার আগে বিবাদি দিদারুল আলম গত ৪ এপ্রিল আমার বাড়ীতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধর করে ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। তারপরবর্তীতে গত ১৫ এপ্রিল দ্বিতীয় দফায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় ডেমরা থানায় কয়েকবার যাতায়াত করে গত ১৯ এপ্রিল সাধারণ ডায়েরি করতে সক্ষম হই। গত ২০ এপ্রিল আমার বাড়ীর গেইট খুলে নিয়ে রাস্তা বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। বর্তমানে দিদারুল আলম মাদক দিয়ে আমাকে ফাঁসানোর হুমকি দিচ্ছেন ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী তোতাকে প্রয়োজনীয় আইনি সহযোগীতা দেওয়া হচ্ছে, সামনেও দেওয়া হবে ।

Related posts

কালিয়াকৈরে শিক্ষককে মারধর মামলায়, যুবদলের নেতা বহিষ্কার,ছাত্রদল নেতা বহালে ক্ষোভ

cnb editor

গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন : জাতির পিতার আদর্শ চর্চার তাগিদ ফায়ার সার্ভিসের ডিজির

Jubayer Islam

আকাশমণির “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”

cnb editor