শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

কক্সবাজারের চকরিয়ায় বন্যায় প্লাবিত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড

Print Friendly, PDF & Email

কক্সবাজার প্রতিনিধিঃবৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান  জানান।কক্সবাজারের চকরিয়ায় বন্যায় প্লাবিত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার চকরিয়ায় ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের প্রভাবে জলাবদ্ধ এলাকাসমূহের অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কর্মসূচী পালন করছে।

ক্ষতিগ্রস্থদের সাহায্যের অংশ হিসেবে অদ্য (১০ আগস্ট) কোস্ট গার্ড পূর্ব জোন কতৃর্ক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ১৪ নং বদরখালী ইউনিয়নের বাজারপাড় ও শহরপাড়া এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল ও বিশুদ্ধ খাবার পানি) বিতরণ করা হয়

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বন্যাকবলীত মানুষের সাহায্যে এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Related posts

জালাল উদ্দিন ও মাহবুব ধরা ছোয়ার বাইরে

Bablu Hasan

‘মবে’ জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Bablu Hasan

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র কর্মসূচী পালন এবং দেশব্যাপী দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Jubayer Islam