শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

আড়াইহাজার সুন্দর আলী ও গোপালদিতে নৌকার মাঝি হালিম সিকদার

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পৌরসভার নোৗকার প্রার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড শনিবার বিকেলে আড়াইহাজার পৌরসভার জন্য বর্তমান মেয়র আলহাজ্ব সুন্দর আলী ও গোপালদী পৌরসভায় হালিম সিকদারকে আগামী নির্বাচনে নৌকার প্রার্থী মনোনীত হয়েছেন।

আড়াইহাজার পৌরসভার মনোনয়ন প্রার্থী ছিলেন ছয় জন। এরা হলেন, বর্তমান মেয়র নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সুন্দর আলী, সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান, থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ এবং থানা আওয়ামী যুবলীগের সহসভাপতি ইকবাল হোসেন মোল্লা।

অন্যদিকে গোপালদী পৌরসভায় জন্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বর্তমান মেয়র আলহাজ্ব হালিম সিকদার, এশিয়ান টিভির বার্তা প্রধান বেলাল আহাম্মেদ, মনির হোসেন, ক্যাপ্টেন (অঃ) মুনসুর আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাসেম এবং যুবলীগ নেতা তানভীর আহাম্মেদ।

আড়াইহাজার পৌরসভার জন্য আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব সুন্দর আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর পরামর্শে আড়াইহাজার পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভায় রুপান্তরিত করেছি। আশা করি এবার নির্বাচিত হলে আড়াইহাজার পৌরসভাকে একটি স্মার্ট ওয়ার্ডে রুপান্তরিত করব ইনশাল্লাহ।

প্রসঙ্গত, আড়াইহাজার পৌরসভায় আগামী ১২ জুন এবং গোপালদী পৌরসভায় আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related posts

বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ:৮

Bablu Hasan

আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ণ দিলে, জনগণের সেবা করতে চান কামরুল হাসান রিপন

Bablu Hasan

খুলনায় তক্ষকসহ গ্রেপ্তার ৪

Bablu Hasan