শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

স্মার্ট ওয়ার্ড গড়তে এলাকাবাসী সহযোগী চাই: প্যানেল মেয়র শাহজালাল বদল

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ডে রুপ দিতে এলাকাবাসীর সহযোগীতা চেয়েছেন ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোশেনের অন্যান্য ওয়ার্ডগুলো থেকে আমরা একটু ভিন্ন। নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকাবাসীর জীবন মান উন্নয়ণে কাজ করছি।

এলাকার রাস্তা, ঘাট, কালভাট, মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ণে কাজ করেছি। মাদক, সন্ত্রাস, ইভটিজিংয়ের বিরুদ্ধে আমরা ছিলাম সবসময়ই সজাগ। তাই এই ওয়ার্ডের মানুষ স্বস্তিতে বসবাস করছে। ইনশাল্লাহ আগামী দিনেও আরো কিভাবে এই ওয়ার্ডের বাসিন্দার আরো ভালো ভাবে থাকবেন সেই কাজটিই আমি করব। গতকাল নিমাইকাশারী পঞ্চায়েত কমিটির উত্তর ও দক্ষিন গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরুন্নেছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ও ওয়ার্ড বিট পুলিশের প্রধান আব্দুর রহিম, ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি শাহজাহান সাজুসহ আরো অনেকে।

এসময় বীর মুক্তিযোদ্ধা হাজী শহীদুল ইসলামকে সভাপতি ও হাজী জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট নিমাই কাশারী উত্তর ও ডা: আলহাজ্ব আবদুল মান্নানকে সভাপতি ও মাসুদ করীম(সুন্দর আলী)কে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট দক্ষিন নিমাই কাশারী পঞ্চায়েত কমিটির নাম ঘোষনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি শাহজাহান সাজু বলেন, একটি ওয়ার্ডকে সুন্দর ও সুশৃংখলভাবে পরিচালনা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হলে আমরা এই ওয়ার্ডটি আমাদের সবার প্রিয় কাউন্সিলর শাহজালাল বাদলের নেতৃত্বে একটি স্মার্ট ওয়ার্ডে রুপ দিতে পারব। আমরা সবাই সম্মিলিত ভাবে এক হয়ে সুন্দরভাবে এলাকায় বসবাস করব ইনশাল্লাহ।

বিট পুলিশের প্রধান আব্দুর রহিম মিয়া বলেন, মাদক ব্যবসায়ীরা শক্তিশালী নয়। আমরা সকলে এক হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে এরা পালানোর পথ খুজে পাবে না। তাই সকলকে এক হয়ে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলার আহ্বান জানান তিনি।

Related posts

গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

Bablu Hasan

ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও দুদকে অভিযোগ

Bablu Hasan

পূর্বাচলজুড়ে দরবেশ আতঙ্ক,শত কোটি টাকার মালিক ছালাহউদ্দিন

Bablu Hasan