বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

তিনজনকে কুপিয়ে রক্তাক্ত জখন, থানায় অভিযোগ

Print Friendly, PDF & Email

পাবনা প্রতিনিধি: পাবনার তারাপুরে ২ জনকে কুপিয়ে রক্তাক্ত পূর্ব শত্রুতার জেড়ে পাবনার বেড়া উপজেলার তারাপুর পূর্বপাড়ায় দুইজনকে কুপিয়ে রক্তাক্তসহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। রোববার ২৭ জুলাই সকালে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, তারাপুর গ্রামের আখের আলী (৬০), তার স্ত্রী রহিমা খাতুন (৬০) ও তার মেয়ে আখি খাতুন (২০)। আহত আখির মাথায় ৫ টা সেলাই দেওয়া হয়েছে। আখের আলীর হাতে সেলাই দেওয়া হয়েছে। এব্যাপারে বেড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখনও মামলা রুজু হয়নি।

অভিযোগ সুত্রে জানা গেছে, রোববার সকালে আসামি দাউদ মোল্লার স্ত্রী ফুলমতি ওরফে টুলটুলি, মোস্তফার স্ত্রী জমজমা ও মোস্তফা অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশে কুপিয়ে তাদেরকে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বেড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ অলিউর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা করা হবে।

Related posts

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অবিলম্বে পুনর্গঠন করে কোটা সংস্কার চায় রীটকারী নেতারা

Bablu Hasan

নূরী হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

Bablu Hasan

দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

Bablu Hasan