শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

গণঅভূত্থানে নিহত ২১ শহীদ পরিবারের মাঝে ৪২ লাখ টাকার অনুদান

Print Friendly, PDF & Email

সিএনবিঃ গণঅভ্যুত্থানে নারায়নগঞ্জে শহীদ ২১ পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে। বুধবার নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১ টি পরিবারকে ২ লক্ষ টাকা করে মোট ৪২ লাখ টাকার চেক বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়ে আমাদের কোন আয়োজনেই তাদের মন জয় করতে পারবেনা।”

তিনি আরো বলেন, “তার যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছি, আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে।” এই অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতা আরও একবার প্রকাশ পেল। তাদের ত্যাগই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ড. মোঃ মনিরুজ্জামান, নারায়নগঞ্জের সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়নগঞ্জের উপদেষ্টা মাওলানা মোঃ মঈনুদ্দিন আহমদ, বিএনপির নারায়নগঞ্জের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন নারায়নগঞ্জের আহবায়ক নিরব রয়হান, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়নগঞ্জের সভাপতি  জনাব মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন,বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ

Related posts

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর নিজের মৃত্যুর জন্য দায়ী দুই ব্যক্তির নাম চিরকুটে লিখে আত্মহত্যা করেছে এক কিশোরী।

cnb editor

তেলচোর, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামীদের সাথে সখ্যতার অভিযোগ ওসি তদন্ত হাফিজুর রহমান মানিকের বিরুদ্ধে

Bablu Hasan

ব্যবসা ও সামাজিক কাজের বাহিরে কারো সাথে সর্ম্পক নেইঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা

Bablu Hasan