শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

শেখ হাসিনাসহ ৩১৫ জনের নামে মামলা

Print Friendly, PDF & Email

সিএনবিঃ কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনাসহ ৩১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৪ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্র মো. তরিকুল ইসলাম।

মামলার বাদী মো. তরিকুল ইসলাম পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গুরুদয়াল সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করেন।

মামলায় ১৬৫ জনের নামোল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার সেতু থেকে শহীদী মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময়ের মধ্যে হত্যার উদ্দেশে অস্ত্রসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। এতে মামলার বাদী মো. তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এছাড়াও নানাভাবে আরো অনেকে আহত হন।

ওই ঘটনায় তিনজন নিহত হন বলেও মামলার বাদী তরিকুল ইসলাম এজাহারে উল্লেখ করেন।

Related posts

নতুন বছর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Bablu Hasan

স্বৈরাচার শেখ হাসিনা প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে

Bablu Hasan

জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

Bablu Hasan