সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

মণিরামপুর হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি

Print Friendly, PDF & Email

মণিরামপুর হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর): যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের সামনে মণিরামপুর হাসপাতালের গ্যারেজ থেকে অভিনব কায়দায় লাল রংয়ের হিরো হোন্ডা(যশোর হ ১৯-৫৪১৮) নাম্বারের একটি মোটরসাইকেল মালিকের সামনে দিয়েই বাইকটি চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি অভিযোগ করেছেন মোটরসাইকেলের মালিক। তবে এর আগেও কয়েকবার ভ্যান ও মোটরসাইকেল একই গ্যারেজ থেকে চুরি হওয়ার পরও গ্যারেজের দায়িত্বে কেনো অতিরিক্ত লোক নিয়োগ করেননি কর্তৃপক্ষ এমনই একাধিক অভিযোগ করছেন রোগীর স্বজনেরা।
মণিরামপুর হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও অভিযোগের ভিত্তিতে জানা যায়,গতকাল বেলা ১১ঃ২০ মিঃ এর দিকে উপজেলার ঝাপা ইউনিয়নের ব্যাবসায়ী তপন পাল পরিবারের এক অসুস্থ্য এক রুগী দেখতে মণিরামপুর হাসপাতালের গ্যারেজে তার মোটরসাইকেলটি(যশোর হ ১৯-৫৪১৮) রেখে উপরে যান।পরবর্তীতে ১১ঃ৩৮ মিঃ নাগাত নিচে এসেই দেখেন তারই মোটরসাইকেল হেলমেট সহ তারই সামনে দিয়ে আরেকজন দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে।চিল্লাপাল্লা করার পরও কেউ চোরকে আটকাতে পারেনি।
মণিরামপুর হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়,একজন মধ্যবয়সী লোক মুখ ঢেকে বসে আছে,আরেকটা অল্পবয়স্ক ছেলে হাটাহাটি সহকারে উঁকিঝুকি দিচ্ছে।আউটডোরের সামনেই এ ঘটনায় ঐ বয়স্ক ব্যাক্তির ইশারা পেয়েই চোর মোটরসাইকেলটি দ্রুততার সাথে বেরিয়ে যায়।পরক্ষনেই লোক জড়ো হলেও ঐ মুরব্বী(মুখঢাকা)কে আর দেখা যায়নি। এরকম সংঘবদ্ধ চক্র হাসপাতালের ইনডোরে থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের কারো না কারো সহযোগিতাই চুরি সংগঠিত করছে বলে ধারনা ভুক্তভোগী ও স্থানীয়দের। তবে যদি একজন লোক নিয়োগ দিয়ে গ্যারেজের দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো চুরি রোধ করা সম্ভব বলে মনে করছেন রোগী দেখতে আসা স্বজনরা।
এ ব্যাপারে মণিরামপুর উপজেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তন্ময় বিশ্বাস বলেন,এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা,২/৩দিন আগেও উপজেলার আইনশৃংখলার মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করেছি,খুব দ্রুত একটা সমাধান হবে।
মণিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান,অভিযোগটি পেয়েছি।একজন সিনিয়ার অফিসারকে দায়িত্ব দিয়েছি সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের পর ব্যাবস্থা গ্রহন করা হবে।

Related posts

সরিষাবাড়ীতে ৪’ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র কম্বল

cnb editor

মুন্সিগঞ্জের লৌহজং থানার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০৫ আসামিকে রাজশাহীর বেলপুকুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

Jubayer Islam

ধর্ষণকারীদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে: মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার

Bablu Hasan