কবিতাঃ-তুমি আসতে যদি
✍️✍️জেসমিন জাহান নিপা
এসো তুমি ফুল বিহনে
অতি সঙ্গোপনে
বৃষ্টি স্নাত রাতে কিংবা
কোন শুভ ক্ষণে।
সেই প্রতিক্ষায় আজ অবধি
পথের বাঁকে নদী
শাড়ির আঁচল উড়ু উড়ু
তুমি আসতে যদি।
তারা জাগে চাঁদের পাশে
তাই স্মরণে আসে
দিয়েছিলে কথা হবে দেখা
আসছে ফাগুন মাসে।
নির্বাক সেদিন এলাম চলে
ভাসি নয়ন জলে
ঝরা ফুলে গাঁথা মালা
শুকায় আঁচল তলে।
কৃষ্ণা তিথির অলস সাঁঝে
অবুঝ হৃদয় মাঝে
চাপা কান্নার সে বেদনা
করুন সুরে বাজে।
এ হারানোর অনুরাগে
এতো ব্যথা লাগে
অবশেষে চলেই যাবে
জানি নিতো আগে।
সেই বিরহে হলাম কবি
হৃদে তোমার ছবি
কত আশা স্বপ্ন ছায়া
স্মৃতিতে অম্লান সবই।


