সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

কবিতাঃ-তুমি আসতে যদি ✍️✍️জেসমিন জাহান নিপা

Print Friendly, PDF & Email

কবিতাঃ-তুমি আসতে যদি
✍️✍️জেসমিন জাহান নিপা

এসো তুমি ফুল বিহনে
অতি সঙ্গোপনে
বৃষ্টি স্নাত রাতে কিংবা
কোন শুভ ক্ষণে।

সেই প্রতিক্ষায় আজ অবধি
পথের বাঁকে নদী
শাড়ির আঁচল উড়ু উড়ু
তুমি আসতে যদি।

তারা জাগে চাঁদের পাশে
তাই স্মরণে আসে
দিয়েছিলে কথা হবে দেখা
আসছে ফাগুন মাসে।

নির্বাক সেদিন এলাম চলে
ভাসি নয়ন জলে
ঝরা ফুলে গাঁথা মালা
শুকায় আঁচল তলে।

কৃষ্ণা তিথির অলস সাঁঝে
অবুঝ হৃদয় মাঝে
চাপা কান্নার সে বেদনা
করুন সুরে বাজে।

এ হারানোর অনুরাগে
এতো ব্যথা লাগে
অবশেষে চলেই যাবে
জানি নিতো আগে।

সেই বিরহে হলাম কবি
হৃদে তোমার ছবি
কত আশা স্বপ্ন ছায়া
স্মৃতিতে অম্লান সবই।

Related posts

ডেমরায় জোরপূর্বক দখলে থাকা বসতি জমি ফিরে পেতে চায় ব্যবসায়ীর পরিবার ।

CNB Sub-Editor

বহিরাগত শ্রমিকদের তান্ডব,আতঙ্কে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার এ কর্মরত চাইনীজ নাগরীকরা।

cnb editor

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর নিজের মৃত্যুর জন্য দায়ী দুই ব্যক্তির নাম চিরকুটে লিখে আত্মহত্যা করেছে এক কিশোরী।

cnb editor