শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নূর ও বাবলু

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকায় “সিদ্ধিরগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে ওসমান পরিবারের আশির্বাদপুষ্ট বিশেষ পেশার দুই গুণধর ব্যক্তি, শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দৈনিক কালের কন্ঠের সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি আসাদুজ্জামান নূর এবং বাংলাটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু।
এক প্রতিবাদলিপীতে আসাদুজ্জামান নূর জানান, জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স পাশ করে গেল পঁচিশ বছর যাবৎ সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি।

সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের চারবারের সভাপতি হয়ে মাঠ পর্যায়ের তৃণমূল সাংবাদিকদের দাবি দাওয়াপুরণসহ সংবাদ ও সাংবাদিকতা বিকাশে কাজ করছি। পেশাদারিত্বের কাছে কোন অপরাধীদের ছাড় দেয়নি। ওসমান পরিবারের সাথে কখনোই আমার কোন সখ্যতা ছিলনা। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সাথে একটি অনুষ্ঠানে তার সাথে আলাপচারিতার একটি ছবি সংবাদে ছাপা হয়েছে এবং বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শাহ নিজামের সাথে একটি ছবি দেওয়া হয়েছে। একজন সংবাদকর্মী হিসেবে রাজণৈতিক নেতৃবৃন্দের সাথে ছবি থাকাটাই স্বাভাবিক। তাদের নাম ব্যবহার করে কখনো কোন স্বার্থ উদ্ধার করেছি কিনা এ বিষয়ে প্রশাসনসহ সকল গোয়েন্দা সংস্থার তদন্তের দাবি জানাই।

অহেতুকভাবে আমাকে নিয়ে মিছক একটি সংবাদ প্রকাশ করে আমার পারিবারিক, সামাজিক সুনামক্ষুন্নে একটি স্বার্থন্নেশী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছে। যা অত্যান্ত নিন্দনীয়। সংবাদটিতে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে প্রকাশ করে একজন পেশাদার সাংবাদিককে হেয় পতিপন্ন করা হয়েছে বলে আমি মনে করি। অপরদিকে বাংলাটিভির জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু প্রতিবাদলিপীতে জানান, আমি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাশ করে সাংবাদিকতায় পেশাদারিত্বের সাথে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাটিভিতে কাজ করছি।

বাংলাটিভির হেড অফিসে অনুষ্ঠান টকশোতে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার সহধর্মিনী লিপী ওসমান অংশগ্রহন করেন। এসময় তাদের সাথে তোলা একটি ছবি সংবাদে প্রকাশ করা হয়েছে। সেই ছবি ছাপিয়ে একটি মহল বলতে চাইছে আমি ওই পরিবারের আশি^বাদপুষ্ঠ। যা কখনোই বিশ্বাস যোগ্য নয়। অপরদিকে বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শাহ নিজামের সাথে একটি ছবি দেওয়া হয়েছে যেখানে সিদ্ধিরগঞ্জের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলের অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার পারিবারিক, সামাজিক সুনামক্ষুন্ন করতে চাইছে। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমরা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নংঃ ৪৬০ ও ৪৬১।

 

নিবেদক
আসাদুজ্জামান নূর
সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি
দৈনিক কালের কন্ঠ

হাসান মজুমদার বাবলু
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাটিভি

Related posts

‘শর্ত’ না মানলে ওয়ারিশ সনদ দেন না জাহেদ

Bablu Hasan

বুড়িচংয়ে অধ্যাপক মো. ইউনুস এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দু:স্হ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Bablu Hasan

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে নেত্রকোনা সরকারি কলেজের প্রিন্সিপালের মরণোত্তর দেহদান

Bablu Hasan