নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক করা হয়েছে মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারীকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেন এবং সামান্তা শারমীনকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার, মিডিয়া হাউজসহ দেশের সব সেবা খাত সংস্কারে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। তবে বলা হয়েছে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। গ্রাম পর্যন্ত ছড়ানো হবে। যাদের মৃত্যু হয়েছে তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্র গঠনের জন্য এই কমিটি। নতুন রাজনৈতিক বন্দবস্ত করা হবে। এবার ব্যর্থ হবার সুযোগ নেই।
এটি রাজনৈতিক কোনো দল হিসেবে গঠিত হবে কি না এমন প্রশ্নের জবাবে আহবায়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, রাষ্ট্রের সংস্কারে সবাইকে নিয়ে থাকতে চায় জাতীয় নাগরিক কমিটি। এখনই কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা তাদের নেই।
তারা জানান, গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন নিয়ে নানা রাজনৈতিক পক্ষ ও সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত বিনিময় করবে নতুন এই কমিটি। পরে সে অনুযায়ী দেশের জনগণকে সংগঠিত করতে চান তারা।
কেন্দ্রীয় কমিটির পর ৬৪ জেলা, ১২ মহানগর এবং এরপর থানা পর্যায়েও কমিটি হবে বলে জানান।


