শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

টিপুকে হত্যার চেষ্টায় ২০৩ জনের বিরুদ্ধে মামলা

Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ: মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলার ঘটনায়  শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এড. টিপু বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল ও মহানগর বিএনপি বর্তমান যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশাসহ ৫৩ জনের নামে মামলা করা হয়। সেই সঙ্গে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, শনিবার রাতে এড. ইউসুফ খান টিপু মামলা করেছেন।

মামলায় এড. টিপু অবিযোগ করেন, ৬ আগস্ট দুপুরে বন্দরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আশা ও মুকুলের নেতৃত্বে আমার (টিপুর) ওপর হামলা চালানো হয়। এসময় আশা অটোরিকশার পেছন থেকে চাপাতি দিয়ে আমার ঘাড়ে কোপ দেয়। এর ফলে ঘাড় কেটে রক্তাক্ত জখম হয় এবং সেখানে চারটি সেলাই লাগে। আবুল কাউছার আশা আমার পায়জামার পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়া যায়।

তারপরে আতাউর রহমান মুকুল তার হাতে থাকা হকিষ্টিক দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় বাড়ি মারলে আমি আমার বাম হাত দিয়া উক্ত বাড়ী ঠেকাইলে আমার বাম হাতে গুরুতর জখম হয় এবং বাম হাতের কাধের নিচ অংশ ভাঙ্গিয়া যায়। আতাউর রহমান মুকুল আমার পাঞ্জাবীর পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকা নিয়ে যায়।

Related posts

সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: মির্জা ফখরুল

Bablu Hasan

বাংলাদেশকে পরিবার মনে করি: ভারতের প্রতিমন্ত্রী

CNB Sub-Editor

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ।

cnb editor