শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

জেলা প্রশাসকের সাথে সৈজন্য সাক্ষাৎ করেছেন নীট কনসার্ন গ্রুপ

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সৈজন্য সাক্ষাৎ করেছেন নীট কনসার্ন গ্রুপ। বৃহস্প্রতিবার নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লাসহ সাবেক খেলোয়ারদের একটি টিম জেলা প্রশাসকের সাথে এ সাক্ষাৎ করেন। এসময় খেলাধুলার মান উন্নয়ণে জেলা প্রশাসকের সার্বিক সহযোগীতা চান নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা।

নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন জানিয়েছি একটি সাব কমিটি করে দিলে আমরা নারায়ণগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করবো। আগামী মাসে কয়েকটি খেলা রয়েছে, আগামীতে মাস্টার কাপ টুর্নামেন্ট রয়েছে স্পন্সর করবে নীট কনসার্ন গ্রুপ। জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, আশা করছি আমরা দ্রুত সময়ের মধ্যেই নারায়ণগঞ্জের ক্রীড়া ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করতে পারবো।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, নারায়ণগঞ্জে খেলাধুলার চর্চা হওয়ায় জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় অংশ গ্রহন করে থাকে। ক্রীড়া ব্যবস্থা এগিয়ে নিতে নীট কনসার্ন গ্রুপকে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।

এ সময় দেশের খ্যাতিমান কয়েকজন জাতীয় পর্যায়ের খেলোয়াররা উপস্থিত ছিলেন।

Related posts

গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আল-হেরা ইন্টান্যাশনাল স্কুলে দোয়া অনুষ্ঠান

Bablu Hasan

কারো কাছে হাত পেতে চলবো না আমরা: প্রধানমন্ত্রী

Bablu Hasan

সিদ্ধিরগঞ্জে ব্যবাসায়ীর বাড়ির সীমানাপ্রাচির গুড়িয়ে জায়গা দখলের অভিযোগ

Bablu Hasan