শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Print Friendly, PDF & Email

গত ৭ জুুুলাই ছিঁচকে চোর থেকে ডন শমসের, দুই বছরেই শত কোটি টাকার মালিক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নয় নাম্বার ওয়ার্ড সদস্য শমশের আলী খাঁন। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, পুরো প্রতিবেদনটিতেই আমাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। সংবাদটি ভুলে ভরা তথ্য দিয়ে সাজানো হয়েছে। তিনি উল্লেখ করেন, রুপগঞ্জের মাটি মানুষের নেতা, জাতীর জনকের আদর্শের সৈনিক গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের আদর্শ তার নেতৃত্বকে বুকে লালন করে তিনি চনপাড়াবাসীর ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। একটি কুচক্রিমহল তাকে নিয়ে নানামুখী মিথ্যা, বিভ্রান্তিকর কর তথ্য দিয়ে তার সুুনাম ক্ষুন্ন করার পায়তারা চালাচ্ছেন। শমসের আলী বলেন, প্রতিবেদনে মিথ্যা তথ্যের মাধ্যমে তার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক মর্যাদা ক্ষুর্ন করতে চেয়েছে একটি স¦ার্থনেশি। এটিকে আমি একটি যড়যন্ত্র হিসেবেই মনে করি। তিনি বলেন, মিথ্যার প্রলাপ দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। তিনি বলেন, আমি জাতীর জনকের আদর্শের সৈনিক, রাজনীতি, ব্যবসা আর মানুষের সেবা করাই আমার মূূল লক্ষ্য। গাজী গোলাম দস্তগীর ও তার সুযোগ্য পুত্র গোলাম মোতুর্জা পাপ্পার হাতকে শক্তিশালী করতে মানুষের পাশে আছি আমৃত্যু থাকবো ইনশাল্লাহ। শমসের আলী বলেন, কিছু ভুল তথ্য দিয়ে কল্পনাপ্রসূত গল্প সাজিয়ে মানুষের মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ হয়েগেছে। মানুষ এখন অনেক সচেতন। তিনি তাকে জড়িয়ে লেখা প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শমসের আলী খাঁন
৯নং ওয়ার্ড সদস্য, কায়েত পাড়া ইউনিয়ন পরিষদ, রুপগঞ্জ

 

Related posts

মামলা করে নিরাপত্তাহীনতায় বাদি

Bablu Hasan

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আনন্দটিভির রির্পোটার সৈয়দ সিফাত আল রহমান লিংকন এবারও শ্রেষ্ঠ প্রতিবেদক হয়েছেন

Bablu Hasan

আর কত রক্ত চায় আলাউদ্দিন

Bablu Hasan