সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারনায় এমপি বাবু

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজ, আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে আচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। প্রতিদিন কোথাও না কোথাও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে অংশ নেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি আড়াইহাজার পৌরসভা কার্যালয়ে তিনি নির্বাচনী সভায় অংশ নেন। দুপুর ১২টায় শুরু হওয়া সভা শেষ হয় বিকাল ৩টায়। এই সময় এমপি বাবু সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাইকে স্বপনের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন। আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আচারণ বিধি না মেনে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উপজেলা আওয়ামীলীগ থেকে সাইফুল ইসলাম স্বপনকে প্রার্থী হিসেবে ঘোষনা করেন।

স্বপন কালাপাহাড়িয়া ইউনিয়নের বিগত ইউপি নির্বাচনে ২২শ ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন। সেই ইউপি চেয়ারম্যানকে প্রার্থী ঘোষনা করায় নেতা কর্মীরা মেনে নিতে পারছেনা। এই ক্ষোভে মোট ৯ জন মনোনয়ন জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোর করে ৬ প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করান। বর্তমানে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল ও আওয়ামীলীগ মনোনীত সাইফুল ইসলাম স্বপন প্রতিদ্বন্ধিতা করছেন। সুষ্ঠ নির্বাচন হলে শাহজালাল মিয়া বিপুল ভোটে জয়লাভ করবেন বলে ভোটাররা জানান।

তবে তিনি সুষ্ঠ ভোট নিয়ে শংকা প্রকাশ করছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, এগুলো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথা। তবে সংসদ সদস্য উপজেলা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা সেমিনারে যোগ দিয়ে একজন প্রার্থীর পক্ষে ভোট চাইছেন এমন ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ-২আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দলীয় বিভিন্ন সভাসেমিনারে বক্তব্য রাখছি। কারো পক্ষে কোন ভোটা চাইছি না। নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যিনি আচরণ বিধি লঙঘন করবেন সুস্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Related posts

অসাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বানিয়ে স্বাস্থ্যঝুঁকিতে ফেলছেন মাইফুড বেকারীর মালিক বাবুল মিয়া

Bablu Hasan

এখনও পিজিসিবির এমডি বঙ্গবন্ধু প্রকৌশল সমিতির সভাপতি প্রতিমন্ত্রী বিপুর আশীর্বাদে পরীক্ষায় দ্বিতীয় হয়েও এমডি নিযুক্ত হন গাউছ মহিউদ্দিন

Bablu Hasan

দশম বার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

Bablu Hasan