শুক্রবার ,   ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ,   ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ,  ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
Cnbnews

ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেফতার 

Print Friendly, PDF & Email
সিএনবি নিউজ,ঢাকাঃ গতকাল ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানে ছিনতাইকারী চক্রের অন্যতম মূলহোতা মোঃ সুমন (২৫), পিতা-মৃত বাদল, সাং-হাসনাবাদ, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা (ভাসমান)সহ ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর দুইজনের নাম ২। মোঃ হাসান (২২), পিতা-মৃত নুর ইসলাম, সাং-মিরপুর দোয়ারীপাড়া, থানা-রুপনগর, ঢাকা (ভাসমান) ও ৩। মোঃ শাকিল (২০), পিতা-মৃত জাকির হোসেন, সাং-আলীনগর, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানায় ছিনতাই ও মাদকের একাধিক মামলা এবং গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ০১টি ছিনতাই মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related posts

পুলিশের নেতৃত্বে জায়গা দখলের চেষ্টা

Bablu Hasan

ভাঙ্গারী ব্যবসার অন্তরালে চোরাই মালের ব্যবসা করছেন জালকুড়ির সাইদুর রহমান

Bablu Hasan

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গাড়ি চোর চক্রের মূলহোতা দুলাল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০; চোরাইকৃত পিকআপ জব্দ

Jubayer Islam