শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

একগুচ্ছ কবিতা

Print Friendly, PDF & Email

(০১) সত্য

মহরম হাসান মাহিম

সত্যের পথে আলোর ঘন্টা সত্যের পথে বদ্ধ পরিকার

সত্যি নিয়ে চলতে হবে জগৎ মহিমায়

সত্যের তীব্রতা উৎসাহ ভরামন

জীবন বিধানে সত্য নিয়ে বাঁচবো আজীবন।

সত্য বলার অভিনয় যে মিথ্যার চেয়েও মন্দ,

মিথ্যা দিয়ে সত্য,ঢাকার কৌশল হোক বন্ধ।

সাধুজনের পোশাক পরে করবো নাকো ভান,

সত্য এবং ন্যায়ের পথে হবো আগুয়ান।

(০২)

প্রসিদ্ধ পুষ্প

মহরম হাসান মাহিম

দিবানিশি তোমায় নিয়ে

স্বপ্ন বুনি যত

মনের মাঝে ভালোলাগা

হয় যে শুরু তত

কী অপরুপ রুপের ব্যাপার

দেখতো পুষ্পের মতো!

নরম কোমল তুলতুলে ওই

গোলাপ বরণ ঠোঁটে

সারাক্ষণ ঝিলমিলিয়ে

পদ্ম পুষ্প ফোঁটে।

দীঘল কালো চুল গুলো আর

নয়ন জোঁড়া ডাগর

হেথায় যেন রাখছে ধরে

অথৈয় প্রেমের সাগর।

তোমার পাণে দৃষ্টি যে তাই

ব্যাকুল হয়ে ছুটি।

(০৩)

অসুখী জীবন

মনের গহীন পথে

গভীর কুয়াশায় আচ্ছন্ন জীবন

চলিতেছো কি?সামনের দিকে!

তুমি দেখেছো কি? কেউ তোমায় দিকে আসছে ধেয়ে

মন যদি চায় আলিঙ্গন কর

না হয় পাশ কেটে, কেটে পড়ো?

ধাক্কা খেওনা কভু যেন!

পঙ্গুত্বের জীবন করিবে বরণ

সুখ কভু নাহি পাবে আজীবন

অসুখী মন নির্দয় নিবারণ

চলিতেছে জীবন পড়িতেছে মনে

সুখ যেন বিরল এ জীবনে

Related posts

হারলেও আর্জেন্টিনা এখনও ফেভারিট: রোনালদোদের কোচ

Bablu Hasan

ওরা ভয়ঙ্কর সন্ত্রাসী

Bablu Hasan

আঠার লাখ টাকা বকেয়া রেখে রাতের অন্ধকারে হীরাঝিল থেকে পালিয়ে গেছে হান্ডিবাড়ি

Bablu Hasan