সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

তারেকের কথায় আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে: শামীম ওসমান

Print Friendly, PDF & Email

তানিয়া আক্তার: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমান বলেছেন, লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশে গাড়ি ও ট্রেনে আগুন দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে। জ¦ালাও পোড়াও করে বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির এসকল ছেলেদের জন্য আমার মায়া লাগে, তাদের জন্য অনেক কষ্ট হয়। দেশ অত্যন্ত খারাপ সময় পাড় করছে। অদৃশ্য শক্তির ইশারায় দেশের মানচিত্রকে ক্ষতি করতে ঈগল পাখির মতো ছো মারার চেষ্টা করছে। আমাদের মায়ের (দেশের) ইজ্জত নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে স্বাধীনতা বিরোধি শক্তিরা। তাদের এসকল দূরভিসন্ধি কোনভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঁচ নাম্বার ওয়ার্ডের সাইলো এলাকায় নির্বাচনী প্রচারনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, এসময় শামীম ওসমান বলেন, আমাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখনও আমাকে হত্যা যে কোন মূহুর্তে হত্যা করতে পারে ওই সকল স্বাধীনতা বিরোধী শক্তিরা।

নারায়ণগঞ্জের সবচেয়ে ঘৃণিত দুশো বছরের পতিতা পল্লী উচ্ছেদ করে পতিতাদের পূর্ণবাসন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় গেল দশ বছরে প্রায় বারো থেকে পনের হাজার কোটি টাকার উন্নয়ণ কাজ করেছি। পাঁচ,শ শর্য্যা একটি মেডিকেল কলেজ, শেখ কামাল আইটি বিশ^বিদ্যালয়, ডিএনডি প্রজেক্ট, সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত আট লেন সড়ক, চাষাড়া থেকে আদমজী পর্যন্ত নাগিনা জোহা সড়কসহ প্রচুর করেছি। এবার জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে ‘প্রত্যাশা’ নামের একটি সংগঠন করে সকল এলাকা থেকে যুবকদের নিয়ে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী কার্য্যাক্রম পরিচালনা করা হবে।

এলাকার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, এই আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, আমি টাকা কামানোর জন্য কোন চুনা ব্যবসায়ীকে খুন করিনি। খুনের রাজনীতি আমি বিশ^াস করিনা। আমরা উন্নয়ণের রাজনীতিতে বিশ^াসী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সম্পাদক ইয়াসিন মিয়া, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, কবির হোসেনসহ আরো অনেকে।

 

Related posts

সোনারগাঁয়ে বইছে নির্বাচনী হাওয়া, নির্বাচনের মাঠে একাধিক প্রার্থী

Bablu Hasan

দৈনিক যুগের চিন্তা পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শাহজাহান সাজু

Bablu Hasan

চলাচলের রাস্তা বন্ধ করলেন শফিক

Bablu Hasan