নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১১ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ০৩:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৫ এর সহযোগীতায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস এলাকায় একটি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মামলা নং- ০৪/১৬৯, তারিখ-০৯/০৮/২০২৩ ইং ধারা- ১৪৩/৩২৩/৪৪৭/৩৭৯/৫০৬ পেনাল কোড। উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক ০৫ জন আসামি ১। শান্তনা (২৩), পিতা- সামচু সরদার, সাং- সিংহেরহাটি, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ২। হামিদা (২০), পিতা- সামচু সরদার, সাং- সিংহেরহাটি, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ, ৩। রাজন সরদার (২৭), পিতা- জহের সরদার, সাং- বালাশুরা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, ৪। রকি (২৫), পিতা- মৃত আয়নাল, সাং- নন্দনকোনা, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ ও ৫। সামচু সরদার (৬০), পিতা- মৃত নাদু সরদার, সাং- টেউটিয়া ইউনিয়ন, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ’দের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উপরোক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর থেকে রাজশাহীর বেলপুকুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


