শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

রাজধানীর গুলশান এলাকা হতে ৪৬৬ বোতল বিদেশি মদ ও পাজেরো জীপ সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর  র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,

রাজধানীর গুলশান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি, ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডে নিকেতন ২ নং গেইটে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ (২৬), পিতা-মোঃ কবির হোসেন, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে *৪৬৬ বোতল (৪৬৬ লিটার) বিদেশী মদ, ০১ টি পাজেরো জীপ, ০১ মোবাইল ফোন, ০১ টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২,১৫০/-টাকা* উদ্ধার করা হয়।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় ড্রাইভার। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related posts

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ টাকা টোল আদায়

CNB Sub-Editor

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা সারুলিয়া এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থসহ কোটি টাকার মালামাল লুট, আহত ১০

cnb editor

বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন

cnb editor