শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

দিনাজপুরে মাদকসহ ব্যবসায়ী আটক এক নারী

Print Friendly, PDF & Email

দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপরের পার্বতীপুরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ সেলিনা বেগম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পুরাতন বাজার এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে সেলিনাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আটক সেলিনা বেগম ও তার স্বামী সাবদার আলী দীর্ঘদিন যাবত নিজ বাড়ি থেকে বিভিন্ন মাদকদ্রব্য খুচরা বিক্রি করে আসছিলো। মঙ্গলবার রাত ১১ টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ গোঁপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করে। এঘটনায় মডেল থানার সাব ইন্সপেক্টর আবু রায়হান বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে সেলিনা বেগমকে মাদকসহ তার বাড়ি থেকে আটক করা হয়েছে। মামলার অপর আসামী সেলিনার স্বামী সাবদার আলী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Related posts

আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন

Bablu Hasan

সরিষাবাড়ীতে ৪’ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র কম্বল

cnb editor

দিন বদলের সরকার, শেখ হাসিনা: মতিয়া চৌধুরী

Bablu Hasan