শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

Print Friendly, PDF & Email

এ বছর পবিত্র ঈদুল আজহায় বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৭টা শুরু হবে ঈদের প্রথম জামাত। এরপর এক ঘণ্টা পরপর ৪টি এবং শেষ জামাত ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এই জামাতে মুকাব্বির থাকবেন খাদেম আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতিতে। এতে মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন (অব.) হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারীর ইমামতিতে সকাল ৯টায় শুরু হবে ঈদুল আজহার তৃতীয় জামায়ত। এই জামায়াতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ মুকাব্বির থাকবেন।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

সর্বশেষ জামাত শুরু হবে বেলা ১০টা ৪৫ মিনিটে।

ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এই জামাতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।আগামী ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (২৯ জুন) বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Related posts

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের তান্ডব শতাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা,ভাংচুর,লুটপাট আহত-১০

Bablu Hasan

পূর্বাচলজুড়ে দরবেশ আতঙ্ক,শত কোটি টাকার মালিক ছালাহউদ্দিন

Bablu Hasan

ফ্যাসিষ্টদের দোসরদের কমিটি অনুমোদন দেয়নি শ্রম অধিদপ্তরঃ ইয়াসমিন আক্তার

Bablu Hasan