নিজেকে নিষ্পাপ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি নথি নিজের কাছে রাখা ও ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে চার্জ গঠনের পর তিনি এ দাবি করেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রকাশিত ৪ মিনিটের ভিডিওবার্তায় ট্রাম্প নিজেকে আবারও নিষ্পাপ দাবি করেন তিনি। খবর সিএনএনের।
সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিষ্পাপ। আমি কোনো ভুল করিনি।’
তিনি অভিযোগ করেন, দেশটির বিচার বিভাগকে তার বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তার বিরুদ্ধে তদন্তকে তিনি ‘নির্বাচনে হস্তক্ষেপ’ বলেও মন্তব্য করেন।


