শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

জামাইয়ের বাড়ি থেকে ফেরা হলো না শ্বশুরের

Print Friendly, PDF & Email

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ওকিউল ইসলাম (৫৫) নামে এক পথচারী।

শনিবার উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে এ সময় আহত হন সাকিব নামে ওই মোটরসাইকেলের চালক।

জানা যায়, নিহত ওকিউল ইসলাম বাংলাবান্ধা ইউনিয়নের নারায়ণজোত গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওকিউল ইসলাম নামে ওই ব্যক্তি বিকেলে তার জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকা ওকিউলকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত মোটরসাইকেল চালক সাকিব পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ. লতিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করে দেখছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

খুনি শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি চাইলেন বিএনপি নেতা জামান ও সেলিম

Bablu Hasan

আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী শাহ নিজাম

Bablu Hasan

ইসিকে চিঠি দিয়ে নূরের বিষয়ে যে অনুরোধ করলেন রেজা কিবরিয়া

CNB Sub-Editor