এবারের S S C এবং H S C পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা কন্টিনিউ লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদের মধ্যে অনেকেই অসচ্ছলতার জন্য, তাদের মনের বাসনা পূর্ণ করতে দিশেহারা!
বাবা অথবা ভাইয়ের রোজগারের টাকায় সংসার চালানোর পর হয়তো দেখা যায় সন্তান বা ভাইবোনদের পড়ালেখায় খরচ ইচ্ছা থাকলেও কুলিয়ে উঠতে সম্ভব নয়!
এতে করে দেখা যায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী’রা টাকা পয়সার অভাবে লেখাপড়া ছাড়তে বাধ্য হয়।
মনের কষ্ট এবং ভবিষ্যতের পরিকল্পনাকে করব দিয়ে শিক্ষিত সমাজ থেকে দূরে সরে আসতে হয়!!
যেহেতু “আদমজী আমার জন্মভূমি সেই হিসাবে অত্র এলাকার গরীব ছাত্রছাত্রীদের উপর আমার চিন্তাভাবনার মূল কারণে তাদের আর্থিক অবস্থার জন্য আমি নিজেই মাঝেমধ্যে চিন্তা করি কি ভাবে গরীব পরিবার গুলো সংসার চালিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ দিবে!
অত্র এলাকায় এমন অনেক গার্জিয়ান আছেন যাঁরা তাদের সন্তানের জন্য প্রাইভেট কার বরাদ্দ করে রাখেন।
আবার শতশত স্টুডেন্ট আছে যাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার পর যাতায়াত খরচের জন্য মাসে কয়েকদিন ইউনিভার্সিটি বা কলেজে যাতায়াত করতে অসুবিধা হয় বা যেতে পারেন না।
এতসব অসুবিধার কারনে যদি সিদ্ধিরগঞ্জ থানার মিল কারখানা,ফ্যাক্টরি অথবা বড় বড় প্রতিষ্ঠান গুলো ঐ সকল ছাত্র-ছাত্রীদের জন্য পার্ট টাইম জবের ব্যবস্থা করত তাহলে এর মাধ্যমে তারা লেখাপড়ার খরচসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ পোশিয়ে নিতে পারত।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে অধিকাংশ শিক্ষার্থীরাই পারিবারিকভাবে অসচ্ছল, যখন একজন শিক্ষার্থী পার্ট-টাইম জব বা খন্ডকালীন চাকরির ভেতরে প্রবেশ করে তখন তার পরনির্ভরশীলতা দূর হয় এবং তার কোন কাজের জন্য অর্থের প্রয়োজন হলে তাকে পারিবারিক বা অন্যের মুখপেক্ষি হতে হয় না ।
অনেক ক্ষেত্রে পার্ট টাইম জব কপালে ণা থাকলে তার পরিবর্তে টিউশনিও করা সম্ভব।
পার্ট টাইম জব শুধু ছাত্র জীবনেই নয়, ভবিষ্যতে পড়ালেখা শেষ করার পর চাকরি পেতে পার্ট টাইম জব বিরাট ভূমিকা রাখবে!
যাইহোক আসল পয়েন্টে আসা যাক, সিদ্ধিরগঞ্জ আদমজী যেহেতু শিল্প নগরী, স্থানীয় কাউন্সিলরাও সম্মানিত ব্যক্তি, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি এবং এমপি শামীম ভাই একজন দানশীল,দায়িত্ববান জনদরদী আমি তাদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য পার্টটাইম জবের জন্য আদমজী ইপিজেড বেপজার দৃষ্টি আকর্ষণ করছি ।
লেখক: গোলাম মোহাম্মদ খাঁন গুলু
সাবেক সভাপতি সোনামিয়া বাজার বনিক সমিতি


