শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

পোশাক কারখানায় অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধ

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগন্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগন্জে ছুটিকালীন ভাতা শতভাগ পরিশোধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে পিএম নিট টেক্স নামে একটি পোশাক শিল্পের শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিষ্ঠানটির ভেতরেই শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। দাবী পূরণ না হওয়ায় বিকেল সাড়ে তিনটায় শ্রমিকরা প্রতিষ্ঠানটির সামনের সড়কে অবস্থান নেয়। পরে মালিক পক্ষ শ্রমিকদের দাবী মেনে নিলে বিকেল সোয়া চারটায় আন্দোলন তুলে নেয় বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত পি.এম নিট টেক্স লিমিটেড পোশাক কারখানার গত কয়েকদিন যাবত শ্রমিকেরা ছুটিকালীন শতভাগ ভাতার দাবি জানিয়ে আসছিল। শ্রমিকদের দাবির মুখে কারখানা কর্তৃপক্ষ ৫০ শতাংশ ছুটিকালীন ভাতা পরিশোধ করার সিদ্ধান্ত শ্রমিকদের জানায়। এতে শ্রমিকরা অস্বীকৃতি জানিয়ে অবশিষ্ট ৫০ শতাংশ ছুটিকালীন ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এসময় শ্রমিকেরা কারখানার ব্যবস্থাপক(মানবসম্পদ) জাহাঙ্গীর আলমকে হেনস্থা করে। কারখানাটিতে প্রায় ১ হাজার ৩শ’ শ্রমিক কাজ করে।

শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাদেরকে বার্ষিক ছুটিকালীন ৫০ শতাংশ ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অবশিষ্ট ৫০ শতাংশ ভাতা পরিশোধে অনীহা প্রকাশ করে মালিকপক্ষ। তারা অবশিষ্ট ৫০ শতাংশ ভাতা পরশোধের দাবিতে আন্দোলন করছেন।

এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে মালিকপক্ষের সঙ্গে শিল্প পুলিশ, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন, বিকেএমইএ আলোচনায় বসে। কিন্তু বিষয়টি নিয়ে তবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোন সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
বাংলাদেশ গার্মেন্টস এন্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, শ্রমিকেরা বার্ষিক অর্জিত ছুটি ১৮ দিন পাওনা হলেও তাদেরকে ৮ দিনের টাকা পরিশোধ করেছে মালিকপক্ষ। এ কারণে শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ পরিদর্শক(গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, ছুটিকালীন ভাতা পরিশোধের দাবিতে পিএম নিট টেক্স পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে। তিনি বলেন, শ্রমিকেরা প্রতিষ্ঠানটিতে ১৮ দিনের অর্জিত বার্ষিক ছুটি পাওনা ছিল। মালিকপক্ষ বার্ষিক ছুটিকালীন ভাতা থেকে বুধবার শ্রমিকদের ৫০ শতাংশ ভাতা পরিশোধ করে। অবশিষ্ট ৫০ শতাংশ ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, প্রতিষ্ঠানটির শ্রমিকরদে ছুটির পাওন নিয়ে মালিক পক্ষের সাথে মিল না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন করতে থাকে শ্রমিকরা। পরে বিকেল সাড়ে তিনটায় প্রতিষ্ঠানের সামনে চাষাড়া-আদমজী পুরাতন সড়কটিতে নেমে আসে এবং সড়ক অবরোধ করে। পরে আমরা মালিকপক্ষের সাথে কথা বললে তারা শ্রমিকদের দাবীটি মেনে নেয়। পরে বিকেল সোয়া চারটায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

Related posts

আইন কলেজের উন্নয়ণের আশ্বাস জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার

Bablu Hasan

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Bablu Hasan

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর নিজের মৃত্যুর জন্য দায়ী দুই ব্যক্তির নাম চিরকুটে লিখে আত্মহত্যা করেছে এক কিশোরী।

cnb editor