শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

খুলনায় তক্ষকসহ গ্রেপ্তার ৪

Print Friendly, PDF & Email

খুলনায় তক্ষকসহ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। এদের মধ্যে তিনজনকে ৬ মাস ও একজনকে দুই হাজার টাকা জরিমানা করেছে র‌্যবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে র‌্যাব- ৬ এর উপ-অধিনায়ক মেজর আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে নগরীর রূপসা স্ট্র্যান্ডরোড মোল্লাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- তক্ষক পাচার চক্রের মূলহোতা ও নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৪৫), রূপসা স্ট্র্যান্ড রোড মোল্লা বাড়ি এলাকার আরিফুল ইসলাম (৪৩) ও পিরোজপুর সদর উপজেলার ফারুক হোসেন বাপ্পী (৩০)।  জরিমানা করা হয়েছে- পিরোজপুর সদর উপজেলার মিজানকে।

র‌্যাব উপ-অধিনায়ক মেজর আব্দুর রকিব জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র খুলনা মহানগরীর রূপসা স্ট্রান্ডরোড এলাকায় বিলুপ্ত প্রজাতির তক্ষক কেনাবেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেসময় চারজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে একটি তক্ষক জব্দ করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

সেতুটি ভেঙ্গে দূর্ভোগ

Bablu Hasan

লক্ষী নারায়ণ পূজা মন্ডপে সবসময় সহযোগীতা করেন নীট কনসার্ন গ্রুপ

Bablu Hasan

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ে ককটেল বিস্ফোরণ, রাস্তায় অগ্নিসংযোগ

Bablu Hasan