শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে দলের আত্মপ্রকাশ পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রম আগাবে তাঁর দল। এ মাসেই প্রণয়ন করা হবে দলের গঠনতন্ত্র। নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয় এজন্যই পুরনো শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সাংবিধানিক কাঠামো পরিবর্তনে করার লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। যারা জিতবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

বুড়িচংয়ে অধ্যাপক মো. ইউনুস এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দু:স্হ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Bablu Hasan

 অসহায় নারীদের পাশে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

Bablu Hasan

ছয় মাসেই বুঝা গেছে দৌড় কতটুকু: মুহাম্মদ গিয়াস উদ্দিন

Bablu Hasan