সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

সরকার স্থানীয় নির্বাচন করে পায়ের নিচে মাটি করতে চাচ্ছে: মির্জা আব্বাস

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে সরকার পায়ের নিচে মাটি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন,‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেখতে চাই না। সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অন্যকোনো নির্বাচন নাই। সতেরো বছরে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। এখনো অনেকে আহত অবস্থায় আছে। আমি নিজে ১৩ বার জেল খেটেছি। যারা আগে স্থানীয় নির্বাচন করতে চায় তাদের কোনো দূরবিসন্ধি আছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার আগে স্থানীয় নির্বাচন করে পায়ের নিচে মাটি করতে চাচ্ছেন। যারা আগে স্থানীয় নির্বাচন করতে চায় তাদের কোনো দূরবিসন্ধি আছে। সংস্কার যা করার করেন। নির্বাচনের কথা যারা বলে তারা নাকি জাতীয় শত্রু। তাহলে বলে দেন বাংলাদেশে আর কোনো নির্বাচনের দরকার নাই। যেটি হাসিনা বলেছিল। কিন্তু গণতন্ত্রের প্রয়োজনে নির্বাচন আমরা চাই। আমরা কথা বলতে চাই। আমরা ভোটের অধিকার চাই। ’

দ্রব্যমূল্যের উর্ধগতির বিষয়ে মির্জা আব্বাস বলেন,‘দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। মানুষ আজ অতিষ্ঠ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করেছে সেই সিন্ডিকেট এখনো ভাঙ্গেনি। তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি। এই সিন্ডিকেট না ভাঙ্গলে কোনোদিনও দ্রব্যমূল্য কমবে না। সেই সব ব্যবসায়িদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এই নারায়ণগঞ্জে অনেক কুলাঙ্গার আছে, তারা আজকে ঘরে বসে আছে। তারা ভারতের সঙ্গে কথা বলে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে। কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। অনেকে বলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হলে দেশ চালানো যাবে না। অনেকে আবার তাদের অফিস পরিদর্শন করেছেন। এদের বিরুদ্ধে মামলা থাকার পরেও গ্রেপ্তার করা হচ্ছে না কেনো জাতি জানতে চায়। এই সরকারের এ সব বিষয়ে একটি বিহিদ করা উচিত।’

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় বিএনপি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়গঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানসহ অন্যরা।

Related posts

স্ত্রীকে হত্যার দায় স্বীকার করলেন পাসন্ড স্বামী

Bablu Hasan

 আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবামূলক কাজ করছেন রুকুনজ্জামান

Bablu Hasan

র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ চাইছেন এলাকাবাসী বার্মাস্ট্যান্ডে স্বপন নাজিমের চাঁদাবাজি,মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট

Bablu Hasan