শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ভবিষৎ প্রজন্মের জন্য বসবাস যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য, আমাদের আগামীদিনের শিশুদের জন্য একটি বসবাস যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোশেনের তিন নাম্বার ওয়ার্ডের বদরুন্নেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরুন্নেচ্ছা স্কুল এন্ড কলেজের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত উপসচিব আব্দুস সামাদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ আরো অনেকে।

মামুন মাহমুদ আরো বলেন,আজকের বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ। যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিলো। যেখানে নির্ভয়ে কথা বলা, নির্ভয়ে চলা, রাজনীতিবিদদের দেখলে কারো বুকের পানি শুকিয়ে যাবে না। তেমনি একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে বদরুন্নেছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব।

খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। তাই বদরুন্নেছা স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা খেলাধুলাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। তাদের মনে সবসময় উৎসাহ ও উদ্দীপনা যেন সৃষ্টি হয় সেদিকে আমরা সবসয়ই লক্ষ রাখি।

তিনি বলেন, মায়ের ভাষা প্রতিষ্ঠিত করতে যেসকল শহীদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের কারনেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের এই আত্মত্যাগ জাতি কখনোই ভুলবো না।

 

Related posts

জাহাঙ্গির হোসেন মোল্লাকে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়াসংস্থার প্রধান হিসেবে দেখতে চান জেলার ক্রীড়াপ্রেমীরা

Bablu Hasan

মানুষের স্বপ্ন পুরন করবোঃ কায়সার হাসানাত

Bablu Hasan

ঈদের পূর্বেই সাংবাদিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে: ওমর ফারুক

Bablu Hasan