শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৃহীত কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদী বিক্ষোভ করেছে আদাবর থানা ছাত্রদল। সোমবার (৩রা ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আদাবর থানার সন্নিকটের ছাপরা মসজিদ থেকে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। কয়েকশত নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে এসে শেষ হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। তার বিপরীতে অবস্থান নিয়ে সোমবার (৩ জানুয়ারি) বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ আদাবর থানা ছাত্রদল। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাহফুজ আলম জয় বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল বানানোর জন্য তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে।

কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা দেখেছি ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্রলীগকে নামমাত্র নিষিদ্ধ করলেও তাদের বিরুদ্ধে বর্তমান অন্তবর্তী সরকার দৃশ্যমান পদক্ষেপ নিলে ফেব্রুয়ারি মাসে এরকম কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ সংগঠনটি তাদের ধৃষ্টতা দেখানোর সাহস পেত না। ছাত্রনেতা মাহফুজ আলম জয় আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশে এই বিক্ষোভ মিছিলটি হয়।

এসময় ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও অরাজকতা ঠেকাতে আদাবর থানা ছাত্রদল সজাগ রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোন অপকৌশলের বিরুদ্ধে সচেতন সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এছাড়াও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সুমন, আব্বাস, সিয়াম, জাহিদ, সুজন, সাব্বির, নাজমুল, রনি, ইউসুফ, সৌরভ, মাইনুল, সুজন, রুবেল, রাজিব, জামাল, মিরাজ, রতন, আপন, আল আমিন, শাহ আলম, সাইফুল, মোস্তফা, সবুজ, শাওন, জীবন, রিপন, আজাদ, আরমান, উজ্জ্বল, ইমরান, রিমন, রমজান, সাগর, ফারুক, ইসমাইল, নাহিদ ফাহিম,শামীম, ফয়সাল, রিফাত, রবিন প্রমুখ।

Related posts

সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকেঃ শহিদুল ইসলাম ফাহিম

Bablu Hasan

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রয়াত গোলাম মোস্তফাসহ প্রয়াতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

Bablu Hasan

আন্ত:জিলার অর্থ আত্মসাতের অভিযোগ সিরাজের বিরুদ্ধে

Bablu Hasan