শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে উঠা ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Print Friendly, PDF & Email

প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে উঠা ঢাকা-
টাঙ্গাইল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাওজোড় হাইওয়ে ও কালিয়াকৈর থানা পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, সফিপুর, মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দু’পাশে ও ফ্লাইওভারের নিচে প্রায় পাচঁ শতাধিক অবৈধ দোকানপাট গড়ে তোলে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশ ম্যানেজ করে ফুটপাট ও মহাসড়কের কিছু অংশ দখল করে ভাড়া দিয়ে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল প্রভাবশালী একটি চক্র। ফলে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হতো। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে শুক্রবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করে নাওজোড় হাইওয়ে ও কালিয়াকৈর থানা পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই মহাসড়কের উপজেলার চন্দ্রা, সফিপুর, মৌচাক এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, মহাসড়কের পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে করে অসাধু ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। তবে আর কখনো যেন ফুটপাত দখল করতে না পারে এ জন্য আমাদের সার্বক্ষণিক নজরদারি থাকবে।

Related posts

টিপুকে হত্যার চেষ্টায় ২০৩ জনের বিরুদ্ধে মামলা

Bablu Hasan

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

admin

পাকিস্তানি ভূত মাথা থেকে যায়নি : সেতুমন্ত্রী

Bablu Hasan