শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ আবদুল অদুদ’র জন্য বুড়িচংয়ে দোয়া মাহফিল

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজ: ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে অনিক-জাওহার প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদপ্রার্থী ইনকিলাব সাংবাদিক ও ভাষাসৈনিক সন্তান মোহাম্মদ আবদুল অদুদ’র জন্য তার গ্রামের বাড়ি বুড়িচংয়ে বুধবার সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে মোহাম্মদ আবদুল অদুদ সমর্থকগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ও আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজসহ ৮টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।

যুগান্তর প্রতিনিধি ও বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ও ইবির সাবেক ডাকসাইটে সাংবাদিক আবদুল্লাহ আল মাছুম মিঠু। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন উষার সাবেক সভাপতি চার্টার্ড একাউন্টেন্ড মহিবুল আলম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মাইলস্টোন কলেজের প্রভাষক তারিক ইমাম, উষার সাবেক সভাপতি ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস স্কুল এন্ড কলেজের প্রভাষক বশির আল হেলাল, উষার সাবেক সভাপতি ও গড়াই কর্পোরেশন লি. এর স্বত্ত্বাধিকারী রবিউল হাসান রিপন ও উষার সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক জাফর সাদেক, সাংবাদিক লোকমান ও সাংবাদিক ইমাম হোসেন। মোনাজাত পরিচালনা করেন ফকিরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবদুল আউয়াল ভুইয়া।

বক্তারা ঢাকা সাব এডিটরস কাউন্সিল নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আবদুল অদুদকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন। সেজন্য ঢাকায় প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে তার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার মাপকাঠিতে বিবেচনা করে তাকে নির্বাচিত করার জন্য তারা ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।

প্রধান অতিথি আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তার ভাই ব্যারিস্টার সোহরাব হোসেন খান চৌধুরীর জন্য দোয়া চান এবং তার বিজয়ের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কুমিল্লা টু মীরপুর মেজর এম এ গনি সড়কে দেয়া স্পীডব্রেকারগুলো মার্কিং (রং) করে দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রভাষক আবদুল্লাহ আল মাছুম মিঠু বলেন, মোহাম্মদ আবদুল অদুদ একজন মেধাবী মানুষ। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তিনটি বিশ্ববিদ্যালয় থেকে চমৎকার ফলাফলসহ ত্রিপল মাস্টার্স করেছেন।

বিগত সময়ে তিনি ঢাকা সাব এডিটরস কাউন্সিলে দুবার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম অব ঢাকার নির্বাচনে ১ নম্বর সহ সভাপতি নির্বাচিত হন। আমরা আশা করি, তিনি ডিএসইসির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবেন। শেষে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাবেক এমপি অধ্যাপক মো. ইউনুস, অ্যাডভোকেট আবুল হাশেম খান, ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার, মোশাররফ খান চৌধুরীর পিতা মরহুম আবদুর রাজ্জাক খান চৌধুরী, সাংবাদিক ইকবাল হোসেনের পিতা সাবেক পরিসংখ্যান অফিসার মো. ইউনুসসহ কবরবাসী সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং অসুস্থ সকলের রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Related posts

রুপগঞ্জকে একটি পরিবারে রুপান্তর করতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী সেলিম প্রধান

Bablu Hasan

বিএনপি নেতার পা কেঁটে দেয়ার নির্দেশ দিলেন নিপুণ রায় চৌধুরী

Bablu Hasan

চা দিয়ে ইরানের ঋণ শোধ করবে শ্রীলঙ্কা

Bablu Hasan