শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আনন্দটিভির রির্পোটার সৈয়দ সিফাত আল রহমান লিংকন এবারও শ্রেষ্ঠ প্রতিবেদক হয়েছেন

Print Friendly, PDF & Email

সংবাদ বিজ্ঞ‌প্তি : বাংলাদেশ সরকার অনু‌মো‌দিত স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভির সকল জেলা প্রতিনিধিদের মধ্যে এবারো শ্রেষ্ঠ প্রতিবেদক হয়েছেন সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন। সোমবার (০৬ নভেম্বর) রাতে কক্সবাজার ইন‌স্টি‌টিউট ও পাব‌লিক লাইব্রেরী মিলনায়ত‌নে আনন্দ উৎসব-২০২৩ এর প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজনী‌তি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে নির্বাচিত  হওয়ায় সাংবাদিক লিংকনকে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস।

জানা গেছে, প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চুলচেরা বিশ্লেষনের পর বাংলাদেশের সকল জেলা প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত করা হয়। ওইদিন ৫টি ক্যাটাগরির মধ্যে রাজনী‌তি সংবাদে শ্রেষ্ঠ প্রতিবেদকে হিসেবে *পুরষ্কৃত হন লিংকন। এরআগে তি‌নি অনুসন্ধান এবং প্রশাসন ক‌্যাটাগরী‌তে শ্রেষ্ঠ প্রতি‌বেদ‌কের সম্মান অর্জন ক‌রে‌ছেন। সৈয়দ সিফাত আল রহমান লিংকন আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের শুরু থেকে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন। তার বাবা সৈয়দ লুৎফর রহমান ছিলেন একজন প্রবীণ সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশন এর এজিএম (এডমিন) সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানটির মা‌র্কেটিং বিভা‌গের বুলবুল, চল‌চ্চিত্র বিভা‌গের ব‌্যবস্থাপক, একাউন্টিং ম্যানেজার, ব্রডকাস্টিং কর্মকর্তা, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা, ব্যবস্থাপনা পরিচালকের ব্যাক্তিগত সচিব জাহিদ হাসানসহ সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি ও সম্মানিত অতিথিগণ।

এদিকে, আনন্দ উৎসব-২০২৩ উপলক্ষে ০৩-০৫ ন‌ভেম্বর ৩দিন ব্যাপী নানা আয়োজন করা হ‌য়ে‌ছিল। সমাপ‌নী দি‌নে প্রাপ্তি হি‌সে‌বে এ সম্মাননা অর্জণের জন্য স্রষ্টার প্রতি শুকরিয়া করে সাংবাদিক সহযোদ্ধা, জেলা প্রশাসনের সকল সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী ব‌হি‌নী, রাজনীতিবীদ, জনপ্রতিনিগণ ও শুভাকাঙ্খীসহ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক লিংকন।

উল্লেখ্য, সৈয়দ সিফাত আল রহমান লিংকন নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সংবাদচর্চা পত্রিকার বিশেষ প্রতিবেদক ছি‌লেন, দৈ‌নিক যু‌গের চিন্তা পত্রিকায় সি‌নিয়র স্টাফ রি‌পোর্টার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। তাছাড়া মাঠ পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠনের প্রত্যয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Related posts

সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় হত্যার উদ্দেশ্যে মারধর, থানায় অভিযোগ

Bablu Hasan

সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন

Bablu Hasan

যেখানে বৈষম্য, সেখানেই প্রতিবাদ : জাতীয় মানবাধিকার সোসাইটি

Bablu Hasan