শুক্রবার ,   ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ ,   ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,  ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
Cnbnews

গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের বিরুদ্ধে মামলা

Print Friendly, PDF & Email

গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন পরাজিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন তিনি।

মামলায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, বাতিল এবং ২৫ মে মেয়র হিসেবে নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে।

মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে বিবাদী করা হয়েছে। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মামলার বাদী আতিকুল ইসলাম।

এ বিষয়ে মামলার বাদী আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি এ বিষয়ে গত ১১ মে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলাম। যা গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি তখন ন্যায় বিচার পাইনি। আশা করি, ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাব।

Related posts

উপজেলা আওয়ামীলীগের নিন্দা

Bablu Hasan

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

admin

ঈদের পূর্বেই সাংবাদিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে: ওমর ফারুক

Bablu Hasan