বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ডেমরা বাসীকে পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা জানালেন সম্পাদক পদপ্রার্থী সিফাত সাদেকীন চপল

Print Friendly, PDF & Email

ডেমরা বাসীকে পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা জানালেন সিফাত সাদেকীন চপল

পবিত্র ঈদুল আযহা –২০২৩ উপলক্ষে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন জানিয়েছেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী  সিফাত সাদেকীন চপল।

এক ঈদ শুভেচ্ছা বার্তায় দেশবাসী তথা ডেমরাবাসীকে সিফাত সাদেকীন বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির জন্য আনন্দের।তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।তিনি আরো বলেন প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। প্রতিটি মানব জেগে উঠুক দ্ভাতৃত্বের বন্ধনে ।শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।

এবার আপনারা সবাই স্বত্বস্ফুত ভাবে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজনদের পাশে দাড়িয়ে পবিত্র ঈদুল আযহা  আনন্দ দেওয়ার চেষ্টা করবেন।ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলেন।ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা ।সকল মুসলিম উম্মাহার সহ সকলকে জানাই ঈদ মোবারক।

Related posts

কালিয়াকৈরে চন্দ্রা সরকারী স্কুলের শিক্ষককে পেটালেন যুবদল

cnb editor

ঐতিহ্যবাহী মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী র উদ্যোগ

admin

৭০ নং ওয়ার্ডসহ সকল ডেমরা বাসীকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওশের আলী সাদ।

CNB Sub-Editor