সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

মসজিদে খাইফে ৭০ জন নবী নামাজ পড়েছেন

Print Friendly, PDF & Email

মসজিদে খাইফ ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যা সৌদি আরবের দক্ষিণ মিনার আল-দিবাআ পর্বতের পাদদেশ অবস্থিত। ঐতিহাসিক এই স্থানে নবী কারিম (সা.) ও হজরত মুসা (আ.)-সহ ৭০ জন নবী নামাজ আদায় করেছেন। এ জন্য একে নবীদের মসজিদও বলা হয়।

হজ পালনের সময় হাজিরা মিনায় অবস্থান করেন এবং এখানে দোয়া কবুল হয় বলে ধারণা করা হয়। ১৯৮৭ সালে ২৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মসজিদে খাইফ সম্প্রসারণ করা হয়। এ সময় চারটি মিনার নির্মাণ করা হয়। হাজিদের সুবিধার্থে তখন তাতে ৪১০টি এসি, ১১শ বৈদ্যুতিক পাখা, এক হাজার টয়লেট ও তিন হাজার পানির কল স্থাপন করা হয়।

একাধিক হাদিসে মসজিদে খাইফের বর্ণনা এসেছে।

যেমন- ১. হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ৭০ জন নবী মসজিদে খাইফে নামাজ আদায় করেছেন। মাজমাউল জাওয়াইদ

২. হজরত ইয়াজিদ ইবনে আসওয়াদ (রা.) বলেন, তিনি হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে হজ করেছেন এবং নবীজি (সা.)-এর সঙ্গে মসজিদে খাইফে ফজরের নামাজ আদায় করেছেন।

৩. হজরত আবদুর রহমান ইবনে মুয়াজ (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) মিনায় একটি ভাষণ দেন। তখন তিনি মুহাজিরদের মসজিদে খাইফের সামনে এবং আনসারদের মসজিদের পাশে তাঁবু স্থাপন করতে বলেন। সুনানে আবু দাউদ

Related posts

আওয়ামীলীগের ত্যাগী নেতা মতিউর রহমান মতি

Bablu Hasan

সাংবাদকর্মী মীর কাশেম দম্পতিকে রক্তাক্ত জখম

Bablu Hasan

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীকে রুপগঞ্জের মাঠ গোছানোর নির্দেশ

Bablu Hasan