বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

রোষানল

Print Friendly, PDF & Email

বদরুল হকঃ

শরীরে কাপড় থাকবে নাকো,

থাকবে না পায়ে জুতা!

ডানে বামে যেদিকে যাবে,

শুধুই খাবে গুতা!

ভয়ানক যাতনা দিয়েছো মোদের,

দিয়েছে অনেক কষ্ট!

হাজার লক্ষ কোটি ঘন্টা,

করেছো তোমরা নষ্ট!

তোমরা দিয়েছো মদদ তাদের, বসিয়েছো ফুটপাতে!

কি অপরাধ ছিলো?

কখনো মোরা দেইনিকো ছাই,

তোমাদের বাড়া ভাতে!

ধরবো যেদিন বুঝবে সেদিন,

হারামের কি জালা!

দেহের রক্ত ছিটকে বেরুবে,

গাছে থাকবেনা ডালপালা!

তোমরা কারা নেতার চামচা,

অপকর্ম করে খাও!

এসব বাদ দিয়ে প্রয়োজনে হাতে,

ভিক্ষার থালা নাও!

লঞ্চঘাট নয়তো ট্রেন স্টেশনে,

হাত পেতে নাও টাকা!

তাও ভালো তবুও যাবে,

নিরাপদে শহরে থাকা!

 

সিএবি/সিএস এন

Related posts

৪৬০ স্কুলে নেই প্রধান শিক্ষক

Bablu Hasan

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Bablu Hasan

ডিজিটাল জগতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে আরও পদক্ষেপ নিতে হবে

Bablu Hasan