শুক্রবার ,   ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ ,   ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,  ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
Cnbnews

ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল যোষণা

Print Friendly, PDF & Email

ভারতীয় ক্রিকেট দল তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে ডিসেম্বরের শুরুতেই বাংলাদেশ সফরে আসবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসানের সঙ্গে ফিরেছেন ইয়াসির আলী ও ইবাদত হোসেন। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন , তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ দল ঘোষণা করেন। এ সফর উপলক্ষে ভারত আগেই তাদের দল ঘোষণা করেছে।

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে আগামী ৪ ডিসেম্বর, একই ভেন্যুতে ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। টেস্ট দুটি শুরু যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর।

বাংলাদেশের ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।

সিএনবি নিউজ/ সিএস এস

Related posts

আসামীর গাড়ি ব্যবহার করছেন রাইটার তুহিন মিয়া

Bablu Hasan

টেস্টে সাকিবকে মিস করব: হাবিবুল বাশার

CNB Sub-Editor

পরীমণি ও রাজের বিচ্ছেদ

Bablu Hasan